শিরোনাম
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪১, ৮ এপ্রিল ২০২৫
ফাইল ছবি
তার অভিযোগ, অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ট্রলারসহ তুলে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। অপহৃতদের মধ্যে তাঁর নিজের ট্রলারের জেলেরাও রয়েছেন।
আবুল কালাম আরও জানান, ওই এলাকায় মাছ ধরতে যাওয়া আরও দুটি নৌকা নিখোঁজ রয়েছে। তবে সেগুলোরও অপহরণের শিকার হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে টেকনাফের শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, সাগরে মাছ ধরার সময় আরাকান আর্মি কয়েকটি নৌকাকে ধাওয়া করেছিল। তবে ঠিক কোন ঘাটের নৌকা অপহৃত হয়েছে, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।