ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

দুই থানার নাম থেকে বাদ ‘বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২২, ৮ এপ্রিল ২০২৫

দুই থানার নাম থেকে বাদ ‘বঙ্গবন্ধু’

দেশের দুই থানার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যমুনা সেতুর দুই পাশে অবস্থিত বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে যথাক্রমে ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং ‘যমুনা সেতু পশ্চিম থানা’ করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, টাঙ্গাইল জেলার অধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু পূর্ব থানা’ রাখা হয়েছে। একইভাবে, সিরাজগঞ্জ জেলার অধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু পশ্চিম থানা’ রাখা হয়েছে।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নামও পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘যমুনা সেতু’ হিসেবে নামকরণ করে সরকার। 

আরও পড়ুন