শিরোনাম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১১:১৬, ৯ এপ্রিল ২০২৫
মিছিলে অংশ নেয়া এক যুবক বলেন, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসন, নারী ও শিশু হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে এ কর্মসূচি। এটি গাজার মজলুম মানুষের প্রতি বাংলাদেশের মানুষের সংহতির বার্তা।’
মিছিলে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, আজ বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে সকল শ্রেণীর মানুষ গণহত্যার বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে। ইসরায়েল গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা মানবতা ও সভ্যতার বিরুদ্ধে নির্মম যুদ্ধ। তারা নিরস্ত্র শিশু, নারী ও নিরীহ মানুষের উপর বর্বর হামলা চালিয়ে যে নৃশংসতা চালাচ্ছে, তা জাতিগত নির্মূল অভিযান ছাড়া আর কিছু নয়।’
প্রতিবাদ কর্মসূচিতে ইসরায়েলি বর্বরতা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপের আহ্বান জানান ছাত্র-জনতা।
উল্লেখ্য, এদিন কর্মসূচিতে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।