শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৮, ৯ এপ্রিল ২০২৫
সভায় সহকারী হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক মজবুত রাখতে এবং আমদানি-রপ্তানির গতি বাড়াতে উভয় দেশ একসঙ্গে কাজ করছে। ভারতীয় অংশে রাস্তাঘাট উন্নয়ন, কোয়ারেন্টাইনসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ চলমান রয়েছে। এগুলো শেষ হলে হিলি স্থলবন্দর দিয়ে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু থাকলেও উচ্চ পর্যায়ে দুই দেশের আলোচনা সাপেক্ষে খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা চালু হবে।
এর আগে দুপুরে সড়কপথে রাজশাহী থেকে হিলিতে আসেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এরপর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অংশে যান তিনি। সেখানে ব্যবসায়ী ও সীমান্তরক্ষীদের সঙ্গে কথা বলেন। পরে বাংলাদেশে ফিরে হিলি বন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন। সভা শেষে পুনরায় রাজশাহীর উদ্দেশে রওনা দেন তিনি।