শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৩, ৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:২৫, ৯ এপ্রিল ২০২৫
মঙ্গলবার (৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপসচিব মো. মাহবুব আলমের সই করা এক প্রজ্ঞাপনে দেখা যায়, কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনকে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে এবং কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিবকে রংপুরের পীরগাছা কলেজে অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে।
তবে তথ্য যাচাই করে দেখা গেছে, এই দুই শিক্ষকই অনেক আগেই মারা গেছেন। কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহা. আতাউল হক খান চৌধুরী জানান, অধ্যাপক জামাল উদ্দিন ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন এবং এ সংক্রান্ত তথ্য পিডিএসে (পার্সোনেল ডেটা সিস্টেম) হালনাগাদ করা হয়েছে।
তিনি বলেন, ‘স্যারকে অধ্যক্ষ পদে পদায়নের খবরে সবাই অবাক। এটি নিয়ে অনেকেই হাসাহাসি করছেন।’
অন্যদিকে অধ্যাপক আব্দুল মুত্তালিব ২০২৩ সালের ১৬ ডিসেম্বর মারা গেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান
উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার বাবা। গত বছরের ১৫ মার্চ আত্মহত্যা করেন অবন্তিকা। আত্মহত্যার আগে ফেসবুকে পোস্ট দিয়ে এক শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেন তিনি।