শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৮, ১০ এপ্রিল ২০২৫
শাহরিয়ার হোসেন সৈকত ও তার সহযোগী
গ্রেপ্তার অন্যরা হলেন—মো. শাহানুর আহমেদ অমিত (১৮), মো. হিরা (৩২), মো. বায়জিদ (২৭), মো. জাহিদ (১৯) এবং মো. নূর ইসলাম (২৭)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি রিভলভার, চার রাউন্ড শর্টগানের গুলি, ১৯৫ গ্রাম হিরোইন, দুটি মোবাইল ফোন ও নগদ ১,৪০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গাজীপুর মহানগর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সৈকত ২০২৩ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সময় গুলিবর্ষণের নেতৃত্ব দেন। পাশাপাশি, তিনি মাদক সম্রাট রবিউল ইসলাম ওরফে কিং বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মাজার বস্তিতে অস্ত্রসহ শোডাউন এবং মাদক বিক্রির কার্যক্রমে জড়িত ছিলেন।
গ্রেপ্তারের পর সৈকতের অ্যান্ড্রয়েড ফোন ফরেনসিক বিশ্লেষণ করে নারীদের দিয়ে হানিট্র্যাপিং, মাদক বিক্রি ও অবৈধ লেনদেনের একাধিক ছবি ও ভিডিও পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে মাজার বস্তির নির্দিষ্ট একটি ঘরে অভিযান চালিয়ে একটি রিভলবার উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক ধারণা, অস্ত্রটি ভারতে তৈরি।
র্যাব আরও জানায়, আগেও টঙ্গীর বড়বাজার মসজিদ এলাকায় সৈকতের বিরুদ্ধে এক সাংবাদিককে ফাঁকা গুলি ছুড়ে প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।