শিরোনাম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১:৩০, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৪০, ১১ এপ্রিল ২০২৫
পুলিশের দাবি, হঠাৎ সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নেওয়া হয়। হামলার পর পুলিশ হাতকড়া উদ্ধার করতে সক্ষম হলেও আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি।
আটক হওয়া ব্যক্তিরা ছিলেন-উপজেলা ছাত্রলীগ সভাপতি বাকামিন খানের বড় ভাই ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান এবং একই এলাকার মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদার।
কালকিনি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে এসআই আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। কিন্তু হঠাৎ করে তাদের সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয়ে আসামিদের ছিনিয়ে নেয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পিছু হটে থানায় ফিরে আসে। পরবর্তীতে শুধু হাতকড়াটি উদ্ধার করা সম্ভব হয়। ঘটনার পর থানা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের কেউই রেহাই পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে বলে।’