ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

৩ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস
Scroll
ঢাকাসহ সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ
Scroll
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ
Scroll
ঢাকাসহ সারাদেশে বৃষ্টি, আগামী পাঁচদিন ঝড়-শিলাবৃষ্টির আশঙ্কা
Scroll
সাবেক এমপি নবী নেওয়াজ ৫ দিনের রিমান্ডে
Scroll
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন: আসিফ নজরুল
Scroll
প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নই, নির্বাচনের কাট অফ সময় ডিসেম্বর: ফখরুল
Scroll
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায় করা যুবককে আটক করেছে পুলিশ
Scroll
গাজায় নিহত আরও ২৩ ফিলিস্তিনি, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার
Scroll
কুয়েটে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ছাত্রদল

চার হাজার টাকার ইঞ্জেকশন ৩৪ হাজার টাকায় বিক্রির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩৮, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৪৯, ১৩ এপ্রিল ২০২৫

চার হাজার টাকার ইঞ্জেকশন ৩৪ হাজার টাকায় বিক্রির অভিযোগ

মুন হাসপাতাল । ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লা মুন হাসপাতালে ওষুধের নাম পাল্টিয়ে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনা ঘটেছে বলে এক রোগীর স্বজন অভিযোগ করেছেন। জানা গেছে, এক রোগীকে চিকিৎসক একটি ইনজেকশন দেওয়ার কথা বলেন, যার নাম ছিল অ্যাকলাস্টা। সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান নোভার্টিসের এই ওষুধের দাম আদায় করা হয়েছে ৩৪ হাজার ৫০০ টাকা। কিন্তু দেওয়া হয়েছে ইনসেপ্টা কোম্পানির জোলেনিক। দেশীয় ওষুধের দাম চার হাজার টাকা। বোতলের গায়ে অ্যাকলাস্টার লেবেল বসিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে অতিরিক্ত এই অর্থ।

জানা গেছে, সম্প্রতি নগরীর ঝাউতলার মুন হাসপাতালে চিকিৎসা নিতে যান কুমিল্লার বরুড়া উপজেলা বাতাইছড়ি ঝালগাও গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম। সেখানে তিনি ডা. আশরাফ উল মতিনের (সাগর) চেম্বারে গেলে একটি ইনজেকশন দেওয়ার কথা বলা হয়। গত বৃহস্পতিবার সকালে তার চেম্বারে গেলে যে ইনজেকশন দেওয়া হয় তার মূল্য বেশি হওয়ায় সন্দেহ জাগে। বিষয়টি যাচাই করার পর বোতলের গায়ে ভিন্ন লেবেল দেখা যায়।

রোগীর মেয়ে ফারজানা আক্তার বিথী বলেন, গত ছয় মাস ধরে মুন হাসপাতালের ডা. আশরাফ উল মতিন সাগরের কাছে মাকে দেখিয়ে আসছি। গত এপ্রিল আম্মুকে নিয়ে ওনার কাছে গেলে উনি দুটি পরীক্ষা করাতে বলেন, আমি পরীক্ষা করিয়ে রিপোর্ট দেখানোর পর উনি জানান আম্মুর সারা শরীরের হাড় অনেক বেশি ক্ষয় হয়ে গেছে

তিনি বলেন, চিকিৎসক আমাকে কিছু ওষুধ লিখে দেন। একটা ইনজেকশনের নাম অ্যাকলাস্টা লিখে দিয়ে বলেন, এটা বাইরে থেকে কিনলে ৩৮ হাজার টাকা লাগবে, কিন্তু তার সহকারী বিজয় সরকারের কাছ থেকে নিলে ৩৪ হাজার ৫০০ টাকা রাখবে।

বিথী বলেন, পরে তার মোবাইল ফোনে কল দিয়ে বুধবার ইনজেকশনটি দেব বলে জানালে তিনি সেদিন রোগী বেশি থাকে উল্লেখ করে ১০ এপ্রিল সকাল ১০টায় যেতে বলেন। কথা অনুযায়ী, ১০ এপ্রিল বেলা ১১টায় আম্মুকে নিয়ে ডাক্তারের চেম্বারে যাই। কিছুক্ষণ পর বিজয় সরকার এসে ইনজেকশন পুশ করেন আমি ওনাকে বলি আমাকে অ্যাকলাস্টা ইনজেকশনের বোতলটা দেন আমি একটা ছবি নেব আমার ভাইকে পাঠানোর জন্য। তিনি আমাকে ইনজেকশনের বোতল না দিয়ে মোড়কটা দেন

বিথী এ বিষয়ে বলেন, ইনজেকশন দেওয়া শেষ হলে আমি তাকে ৩৪ হাজার ৫০০ টাকা দিই। সময় তাকে বলি, ইনজেকশনের বোতলটা আমাকে দেন। তিনি অনিচ্ছা প্রকাশ করলে অনেক তর্কবিতর্কের পর জোর করে আমি বোতলটি হাতে নিয়ে দেখি উনি দেখিয়েছেন একটা, কিন্তু পুশ করেছেন অন্য ইনজেকশন, যার দাম চার হাজার ৮০০ টাকা

তিনি বলেন, ঘটনার পর আমরা ডাক্তারের সঙ্গে কথা বলি এবং হসপিটাল ম্যানেজারের কাছে অভিযোগ করি, তারা তেমন কোনো সাড়া দেননি। আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যোগাযোগ করেছি তারা বলেছেন অভিযোগ করার জন্য, আমি অভিযোগ করব।

রোগীর সঙ্গে প্রতারণার বিষয়ে জানতে চাইলে ডা. আশরাফের সহকারী বিজয় সরকার বলেন, আমি ভুল করেছি।

চার হাজার টাকার ইনজেকশন ৩৪ হাজার টাকা নিয়েছেন কেন জানতে চাইলে ডা. আশরাফ বলেন, বৃহস্পতিবার শুক্রবার আমি চেম্বারে রোগী দেখি না। আমার সহকারী রোগীর সঙ্গে জালিয়াতি করেছে। আমি আমার সহকারী বিজয় সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

মুন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রইস আবদুর রব বলেন, ডাক্তারের সহকারী ইনজেকশন দিয়েছে। সে হাসপাতালের কেউ নয়। শুধু শুধু আমার হাসপাতালের বদনাম। কেন জালিয়াতি করেছেন বিষয়ে ডাক্তার আশরাফ বলতে পারবেন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, এখন পর্যন্ত বিষয়ে কেউই আমাকে অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন