শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৭, ১৩ এপ্রিল ২০২৫
দিনাজপুরের বিরামপুর উপজেলার পাহানপট্টি আদিবাসী এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসক। এ সময় ওই এলাকা থেকে ২১ লাখ টাকা মূল্যের মদ ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাত ৮টায় এই অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযানে জব্দকৃত মদ ও তৈরির সরঞ্জাম নদীতে ফেলে দেয়া হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পাহানপট্টি আদিবাসী এলাকায় চোলাই মদসহ বিভিন্ন নেশাদ্রব্য সামগ্রী বিক্রি করে আসছিলেন কয়েকজন মাদক ব্যবসায়ী।
ওই এলাকার কিছু মাদক ব্যবসায়ীর উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় জেলা ও উপজেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছিল এলাকাবাসী। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক রফিকুল ইসলাম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক উপস্থিত ছিলেন।
অভিযানকালে ৪০ বস্তা চোলাই মদ তৈরির কাঁচামাল, ২২ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ, ২৫ বোতল বোতলজাত চোলাই মদ, ৪০ কেজি চিরোজপাতার গুঁড়া জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মুল্য প্রায় ২১ লাখ টাকা।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের উপস্থিতিতে বিরামপুর পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রিজের নিচে ছোট যমুনা নদীর পানিতে জব্দকৃত মালামাল বস্তা থেকে ঢেলে ফেলে দিয়ে ধ্বংস করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। উক্ত থানা সংলগ্ন পাহান পট্টি আদিবাসী এলাকায় এর একমাস আগেও অভিযান পরিচালনা করে চোলাই মদ জব্দ করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ এসএ