ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

রাঙামাটিতে কারাবন্দি পাহাড়িদের নিয়ে বর্ষবরণ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৭:১৪, ১৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:০৫, ১৪ এপ্রিল ২০২৫

রাঙামাটিতে কারাবন্দি পাহাড়িদের নিয়ে বর্ষবরণ

চার দেয়ালের অভ্যন্তরে বন্দী পাহাড়ি জনগোষ্ঠীসহ কারাবন্দি সকলে বর্ষবরণের আনন্দ থেকে যাতে বঞ্চিত না হয় সেজন্য বর্ষবরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা কারাগার কর্তৃপক্ষ।

সোমবার (১৪ এপ্রিল) সকালে কারাগারের অভ্যন্তরে পাহাড়ি নৃত্যে নেচে গেয়ে বর্ষবরণ উৎসব পালন করে কারাবন্দিরা। এরপর পান্তা ভাত, ইলিশ মাছ এবং পাহাড়ের ঐতিহ্যবাহী পিঠা বিতরণ করা হয় কারা বন্দিদের মাঝে।

এসময় জেল সুপার মো. দিদারুল আলম, জেলার মো. সাইমুরসহ কারা কর্তৃপক্ষ উপস্থিত থেকে এসব খাবার বিতরণ করেন। একইসাথে দুপুরে পোলাও, মুরগীর মাংস,ডাল, সালাদ, পান, সুপারি, মিষ্টি পরিবেশন করা হয়। রাতেও উন্নত মানের খাবার পরিবেশন করা হবে বলে কারা কর্তৃপক্ষ জানান।

রাঙামাটি জেল সুপার মো. দিদারুল আলম জানান, পরিবার থেকে দুরে থাকা বন্দীরা যাতে বর্ষবরণের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য কারা মহাপরিদর্শকের নির্দেশে এই আনন্দ আয়োজন করা হয়েছে। যেহেতু বর্ষবরণ পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব। তাই রাঙামাটি জেলা কারাগারে বন্দি বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর লোকজন পাহাড়ের ঐতিহ্যবাহী গানে নেচে গেয়ে এই উৎসব পালন করতে পারে সেজন্য আমাদের এই আয়োজন।

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন