শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৩, ১৬ এপ্রিল ২০২৫
অভিযুক্ত মো. আশরাফুল। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক আশরাফুল রাজধানীর হাজারীবাগ এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ হাতে চাঁদা আদায় করছেন। এক পর্যায়ে প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় ওই যুবকের। ‘মাস্তানি করতেছো?’—এমন প্রশ্নের জবাবে ওই যুবক বলেন ‘হ করতাছি, কোনো সমস্যা’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী মাস্তানির বিষয় নিয়ে ওই যুবকের নাম জানতে চান। কিন্তু ওই যুবক বলেন, ‘নাম দিয়ে কি হবে?’।
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।
গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’
ঢাকা এক্সপ্রেস/এসএআর