শিরোনাম
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১:১৩, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:২১, ১৭ এপ্রিল ২০২৫
মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়ি। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ সদর উপজেলার অর্থ বিষয়ক সম্পাদক আল-আমিন ওরফে তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ নেতা মীম মারুফ ও আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪) এবং ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।
ওসি আমান উল্লাহ জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বুধবার (১৬ এপ্রিল) রাতে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ।
উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে ফ্যাসিস্টের প্রতীকী মোটিফ বানানোর অভিযোগ তুলে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।