ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

স্ত্রীর হাতে কৃষকদল নেতা নিহত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫:০৬, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:১১, ১৭ এপ্রিল ২০২৫

স্ত্রীর হাতে কৃষকদল নেতা নিহত

নিহত ওবায়দুর রহমান মুন্সি

ফরিদপুরে স্ত্রীর হাতে ওবায়দুর রহমান মুন্সি (৫৫) নামে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওবায়দুর রহমান মুন্সি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই গ্রামের আব্দুল খালেক মুন্সির (ডক সাহেব) ছেলে।

পুলিশ, বিভিন্ন সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ওবায়দুর রহমান মুন্সির সঙ্গে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে ওবায়দুর রহমান মুন্সির স্ত্রী পাথরের শিল দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেন।

নিহতের ভাই সিরাজুল হক বলেন, ওবায়দুরের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে তার স্ত্রী পাথরের শিল দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। আমি ভাই হত্যার বিচার চাই।

আলফাডাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান মুন্সি নিহত প্রশঙ্গে ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন বলেন, খোজঁ খবর নিয়ে জানতে পেরেছি যে, পারিবারিক কলহে তিনি নিহত হয়েছেন। তার স্ত্রী তাকে আঘাত করেছেন। এটা খুবই দুঃখজনক ঘটনা।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক নানা কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের স্ত্রী সাবিনা বেগম স্বীকার করেছেন নিজেই তার স্বামীকে পাথরের শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন