শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৩, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:০১, ১৭ এপ্রিল ২০২৫
জানা গেছে, বহিষ্কৃত শিক্ষক হাবিবুর রহমান ইসলামপুর উপজেলার বীর মাইজবাড়ী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুর রহমান নিজের দায়িত্বপ্রাপ্ত কক্ষ ত্যাগ করে অন্য কক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীদের প্রশ্নোত্তরে সহযোগিতা করছিলেন। বিষয়টি ইউএনও’র চোখে পড়ায় তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
এ বিষয়ে ইউএনও জানান, পরীক্ষার মতো সংবেদনশীল সময়ে এমন আচরণ স্পষ্টভাবে কেন্দ্রীয় পরীক্ষানীতিমালার পরিপন্থী।
তিনি আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে। এ বিষয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও এসময় মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, এ বছর ইসলামপুর উপজেলায় মোট ১০টি কেন্দ্রে ৪ হাজার ২২৭ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৭৭৪ জন, দাখিল ৯০৫ জন এবং ভোকেশনাল শাখায় রয়েছেন ৫৪৮ জন।