শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:০৮, ১৭ এপ্রিল ২০২৫
চার সহযোগীসহ ডাকাত সরদার গ্রেপ্তার । ছবি: ঢাকা এক্সপ্রেস
গ্রেপ্তার হওয়া সকলেই ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। এরা হলেন, সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত ছাদেক খানের ছেলে ডাকাত মাসুদ খান (৩০), মধুখালী উপজেলার মোছোর দিয়া গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনির হোসেন (২৬), সালথার ভাওয়াল গ্রামের লিমন সরদার (১৯), রামকান্তপুর গ্রামের মো. সাগর মোল্লা (২০) ও চরকামদিয়া গ্রামের মহসীন মাতুব্বর (২৮)।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে কামদিয়া গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান মাসুদ খানকে চার সহযোগিসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাপাতি, ছুরি, হাতুরিসহ বিপুলপরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাত মাসুদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি-ছিনতাই, ডাকাতি ও মাদকসহ নানা অপরাধের ২৫ টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ এসএ