ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৭, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:১৬, ১৮ এপ্রিল ২০২৫

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনখর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলেই দুজন নারী ও দুজন পুরুষের মৃত্যু হয়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পিকআপটিতে বাসাবাড়ির মালামাল ও আনুমানিক ১০-১২ জন যাত্রী ছিল। হতাহত সবাই ওই পিকআপের যাত্রী। নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান, তবে পিকআপ ভ্যানটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএআর 

আরও পড়ুন