শিরোনাম
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৫, ১৯ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৫:৩২, ১৯ অক্টোবর ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে সচীন চন্দ্র (৩৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দিনগত রাত দেড়টায় রেলস্টেশন এলাকায় চিলাহাটি গামী আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
মারা যাওয়া সচীন চন্দ্র পাঁচবিবি পৌরসভার মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে।
পাঁচবিবি রেল স্টেশনের মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী আন্তঃনগর ট্রেনটি পাঁচবিবি স্টেশন অতিক্রম করছিল। সে সময় সচীন রেললাইন ধরে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। কিন্তু চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।