শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪৫, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৫৫, ১৮ এপ্রিল ২০২৫
ছবি: পিক্সেলস
আবহাওয়ার সার্বিক পরিস্থিতি তুলে ধরে অধিদপ্তর জানিয়েছে, একটি লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।