ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

কৃষককে হাতুড়ি পিটিয়ে আহত করলো দৃষ্কৃতকারীরা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬:২২, ১৮ এপ্রিল ২০২৫

কৃষককে হাতুড়ি পিটিয়ে আহত করলো দৃষ্কৃতকারীরা

আহত কৃষক মোশারফ । ছবি: ঢাকা এক্সপ্রেস

ফরিদপুরের সালথায় পূর্বশত্রুতার জেরে মো. মোশাররফ হোসেন (৪০) নামে এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুষ্কৃতকারীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নারানপুর রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহত কৃষক মোশারফ নারানপুর গ্রামের সাহেদ মাতুববরের ছেলে।

মোশাররফের পরিবার জানান, পূর্বশত্রুতার জের ধরে গত বেশ কিছুদিন ধরে মোশারফের উপর হামলার হুমকি দিয়ে আসছিল একই এলাকার রফিক মাতুববরের সমর্থকরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে নারানপুর মোড়ে মোশারফের ওপর অতর্কিতভাবে হাতুড়ি ও লোহার রড দিয়ে হামলা চালায় রফিকের সমর্থক ৮-১০ জন যুবক। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয় বক্তব্য নেওয়ার জন্য রফিক মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নারানপুরে এক কৃষকের উপর হামলার একটি ঘটনা অবগত হয়েছি। কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন