ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

নকলে সহযোগিতার অভিযোগ, ২১ মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৭:৫৫, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:৩৬, ১৮ এপ্রিল ২০২৫

নকলে সহযোগিতার অভিযোগ, ২১ মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি

গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষাকেন্দ্রের সচিব অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফসহ ২১ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চলমান দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

আজ শুক্রবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

ইউএনও আরও বলেন, গত বৃহস্পতিবার ওই মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। ইউএনও কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন, ১৪টি কক্ষে পাশাপাশি পরীক্ষার্থীদের এমসিকিউ (বহু নির্বাচনী) একই সেট কোডে বিশেষ সুবিধা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ ছাড়া উত্তরপত্র যাচাই করে ৪৭ জন পরীক্ষার্থীর এমসিকিউ (বহু নির্বাচনী) পরীক্ষার উত্তরপত্র পুনরায় তাদের নির্ধারিত সেট কোডে পূরণ করানো হয়।

জানতে চাইলে ওই কেন্দ্রের সচিব শরীফ মো. আবু ইউসুফ বলেন, কেন্দ্র সচিব হিসেবে সব কক্ষে খবর রাখা সম্ভব হয় না। শিক্ষকদের গাফিলতির কারণে এমনটি হয়েছে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন