শিরোনাম
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১১:২২, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:২৩, ১৯ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোকাররম হোসেন শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের পাশ দিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খোলা নালায় পড়ে যায়। রিকশায় ছিলেন এক নারী ও তার ছয় মাস বয়সী সন্তান। স্থানীয়রা নারী যাত্রী ও চালককে তাৎক্ষণিক উদ্ধার করলেও পানির প্রবল স্রোতে শিশুটি নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও শিশুটির খোঁজ মেলেনি। শনিবার সকালে পুনরায় শুরু হয় অভিযান।