শিরোনাম
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৫:০৭, ১৯ এপ্রিল ২০২৫
প্রেস সচিব শফিকুল আলম বলেন, মেডিকেল কলেজ বন্ধ, স্থানান্তর বা অন্য কোনও প্রতিষ্ঠানের সঙ্গে অধিভুক্ত করার কোনও ইচ্ছা সরকারের নেই। কলেজের ভবিষ্যৎ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, কলেজের একাডেমিক অগ্রগতি সম্পর্কে তিনি সম্যক অবহিত, যা সন্তোষজনক বলে বর্ণনা করেছেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে এবং দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করেন।
মেডিকেল কলেজ মাগুরাতেই থাকছে এমন খবরে মাগুরাবাসী আনন্দিত হয়েছে। এর আগে কলেজটি স্থানন্তরের কথা জেনে বিভিন্ন সময়ে আন্দোলন করে জেলার সর্বস্তরের জনগণ।
এসময় ক্রিকেটার সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে শফিকুল আলম বলেন, সাকিব বিশ্ব তারকা হয়ে কিভাবে আওয়ামী লীগের মত একটি বাজে দলে যোগ দিলেন! যে দলের হাতে শুধু রক্তমাখা।