শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬:১৯, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৪৬, ১৯ এপ্রিল ২০২৫
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, ‘কর্মীসভা করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহের যে ফর্ম বিতরণ করেছিলাম সেগুলো যাচাই বাচাই কার্যক্রম চলমান আছে। আমরা কাউখালী উপজেলার ৫ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৯টি করে ওয়ার্ড আছে ৫টি ইউনিয়নের জন্য আমরা ১৫ জনের টিম করে দিয়েছিলাম। সেই টিমের নেতৃত্বে আমরা প্রতিটি ওয়ার্ড থেকে সদস্য সংগ্রহ করেছি। এরাই এসব সদস্যদের যাচাই বাচাই করছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, গ্রেড ডি চারটি গ্রেডএ আমরা ভাগ করে কাজ করছি। আমাদের কাউন্সিলর হবে ৯০ থেকে ১০০ জন। সেই কাউন্সিলরের ভোটে আমরা ওয়ার্ড কমিটি করবো। ওয়ার্ড কমিটি ভোট দিয়ে ইউনিয়ন কমিটি করবে। ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করবো, সেই ইউনিয়ন কমিটি ভোট দিয়ে উপজেলা কমিটি করবে। এই সদস্য ফর্ম গুলো যাচাই বাছাই পুরো জেলাতে হবে, এরই অংশ হিসেবে কাউখালীতে প্রথম যাচাই বাচাই শুরু হয়েছে।’
বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা যায়, এক কোটিরও বেশি নেতা-কর্মীর প্রাথমিক সদস্যপদ নবায়নের টার্গেট নিয়ে এবার মাঠে নেমেছে বিএনপি। সাড়ে সাত বছর পর সদস্যপদ নবায়নের অভিযান শুরু হয় এই বছর জানুয়ারিতে। নিজের প্রাথমিক সদস্য পদ নবায়ন ও এই কাজের উদ্বোধন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রথম ধাপে দীর্ঘ ১৬ বছরের পরীক্ষিত পুরোনো সদস্যদের নির্ধারিত মাসিক চাঁদা পরিশোধের মাধ্যমে পদ নবায়ন হয়েছে। দ্বিতীয় ধাপে শুরু হয়েছে নতুন সদস্য সংগ্রহের অভিযান। সদস্য সংগ্রহ অভিযানে অগ্রাধিকার পাবেন তরুণ প্রজন্ম। তবে এবারও দলীয় চাঁদা যাদের বকেয়া থাকবে, তারা আগামী দিনে দলীয় মনোনয়নের জন্য বিবেচিত হবেন না।