শিরোনাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৩, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৫৭, ২০ এপ্রিল ২০২৫
ঘটনাটি ঘটে বিকেল সাড়ে চারটার দিকে, উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা এলাকায়। স্থানীয়রা একটি পুকুরে কচুরিপানার মধ্যে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত নারীকে গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতে দেখা গেছে। তিনি দিনের বেলা রাস্তায় হাঁটতেন এবং রাতে দোকান বা খোলা জায়গায় আশ্রয় নিতেন। অনেকেই তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে চিনতেন, তবে তার নাম-পরিচয় কেউ জানতেন না।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
ঢাকা এক্সপ্রেস/ বিডি