শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৬, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৪৮, ২১ এপ্রিল ২০২৫
নিহত কায়সার ইমরান বাবুল । ছবি: সংগৃহীত
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পারিবারিকসূত্র জানায়, জমিজমার ভোগ-দখল, একটি যৌথ-সেচপাম্প পরিচালনা ও আয়-ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে বাবুল ও তার ভাই-ভাতিজাদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাবুলকে তার প্রাপ্য ফসল দেওয়া হতো না। এমনকি তার জমিতে সেচ দেওয়া নিয়েও বাধা-বিপত্তি ছিল।
স্থানীয়রা বার বার বিষয়টির মীমাংসা করে দিলেও স্থায়ী হয় নাই। তারই ধারাবাহিতকায় রোববার রাত ৮টার দিকে উভয়পক্ষের মাঝে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে বাবুলের উপর হামলা চালায় ছোট ভাই রতন ও ভাতিজা বাপ্পি। ফলে ঘটনাস্থলেই নিহত হন বাবুল।
ঘটনার পর পরই আত্নগোপনে চলে যান অভিযুক্তরা।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ঢাকা এক্সপ্রেস/ এসএ