ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা
Scroll
সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার চিকিৎসক নিয়োগ, আসছে বিশেষ বিসিএস
Scroll
শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’
Scroll
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ
Scroll
ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন
Scroll
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় তিন আসামি সাতদিনের রিমান্ডে
Scroll
আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই: প্রধান উপদেষ্টা
Scroll
মডেল মেঘনার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
Scroll
শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত
Scroll
বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে সংযোগকারী রেল প্রকল্পে অর্থায়ন স্থগিত করল ভারত
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩
Scroll
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
Scroll
ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাব: তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ

সাবেক এমপি আফতাবের জামিন আবেদন না মঞ্জুর

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৮:২২, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:২৬, ২১ এপ্রিল ২০২৫

সাবেক এমপি আফতাবের জামিন আবেদন না মঞ্জুর

সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার । ছবি: সংগৃহীত

সাবেক  সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন নিম্ন আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আফতাব উদ্দিন সরকারকে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৫-এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করে পুলিশ পরে তিনি এ আদেশ দেন।

শুনানির সময় তাঁর পক্ষে অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “আফতাব উদ্দিন সরকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি কোনোভাবেই পলাতক হওয়ার ঝুঁকিতে নেই এবং তদন্ত কাজে সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর স্বাস্থ্যও বর্তমানে ভালো নয়।”

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. মামুনুর রশিদ পাটোয়ারী বলেন, “মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। দুর্নীতির যে অভিযোগ রয়েছে তা রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের সঙ্গে জড়িত। মামলার তদন্ত চলাকালীন জামিন দিলে তা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।”

এর আগে নীলফামারী দুটি মামলায় তাকে শ্যোন আরেস্ট দেখিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নীলফামারী কারাগারে নিয়ে আসনে পুলিশ।

জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর আফতাব উদ্দিন সরকারসহ আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মীর নামে আদালতে মামলা করেন জোড়াবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম।

এ ছাড়া ২০১৫ সালের ১৪ মার্চ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনকে তুলে নিয়ে যায় পুলিশ। তাকে থানায় ব্যাপক নির্যাতনসহ ওসির মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর আফতাব উদ্দিন সরকার ও ডোমার থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনের নামে আদালতে মামলা করেন যুবদল নেতা সুমন।

আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সংসদ সদস্য এবং বিগত ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তাঁর গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। আদালত চত্বরজুড়ে ছিলো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।বর্তমানে আফতাব উদ্দিন সরকারকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন