ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা
Scroll
সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার চিকিৎসক নিয়োগ, আসছে বিশেষ বিসিএস
Scroll
শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’
Scroll
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ
Scroll
ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন
Scroll
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় তিন আসামি সাতদিনের রিমান্ডে
Scroll
আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই: প্রধান উপদেষ্টা
Scroll
মডেল মেঘনার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
Scroll
শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত
Scroll
বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে সংযোগকারী রেল প্রকল্পে অর্থায়ন স্থগিত করল ভারত
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩
Scroll
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
Scroll
ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাব: তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ

চাটখিলে বর্গা ধানচাষীর পাকা ধান লুট, এলাকায় আতঙ্ক 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১:২৮, ২১ এপ্রিল ২০২৫

চাটখিলে বর্গা ধানচাষীর পাকা ধান লুট, এলাকায় আতঙ্ক 

নোয়াখালী জেলার চাটখিলের বর্গা চাষী আবুল হোসেনের চাষ করা পাকা ইরি ধান লুট করে নিয়ে গেছে একদল দূর্বত্তরা। গতকাল সোমবার দক্ষিণ সীমান্তবর্তী এলাকার ৯নং খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরপর থেকে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

জানা গেছে, বর্গাচাষী আবুল হোসেন শংকরপুর গ্রামের মনির হোসেন ভূষণদের ওয়ারিশি সম্পত্তিতে জমি চাষ করে ইরি ধান রোপন করেন। রোপন করা ইরি ধান যথারীতি পেকেছে। এ ধান লুট করার জন্য গত শনিবার ও রবিবার দূর্বত্তরা সারাদিন মহড়া দেয়। গতকাল সোমবার ২শত শতাংশ জমির পাকা ধান কেটে জমিতে মাড়াই করে নিয়ে যায়।

আবুল হোসেন জানান, এখানে ১৪০ থেকে ১৫০ মন ধান হবে। যার অনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। তিনি আরও জানান, এ জমি চাষ করতে তিনি আত্মীয় স্বজন ও বিভিন্ন স্থান থেকে হাওলত নিয়েছে। তিনি এখন কোথা থেকে এ টাকা পরিশোধ করবেন এ কথা বলে হাউ মাউ করে কাঁদতে থাকেন।

নাম প্রকাশ না করার সত্ত্বে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দূর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে ধান লুট করেছে, এতে জমির মালিক ও বর্গাদারসহ কেউ ভয়ে সামনে যেতে পারে নি। শংকরপুর গ্রামের মোজাম্মেল হক (৪৫), মজিবুল হক (৬২), ফারুক (৩২), ফারহান (২৮), পেয়ার হোসেন (৩৫) সহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকার লোক জনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বর্গাচাষীর পাকা ধান লুট করেছে। আরও ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী বিভিন্ন স্থানে অবস্থান করছিল। জমির মালিক ও বর্গাচাষী বিভিন্নভাবে বিষয়টি লোকজনকে জানালেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি।

জমির মালিক মনির হোসেন জানান, বর্গাদার, তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বত্তরা। যার ভয়ে তারা সন্ত্রাসীদের সামনে যাননি।

তিনি আরও জানান, তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি চাটখিল থানা অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চাটখিল থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, থানায় অভিযোগ এলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

আরও পড়ুন