ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

৯ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

চাচার হাতে ভাতিজা খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২:২৬, ২২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৪৯, ২২ এপ্রিল ২০২৫

চাচার হাতে ভাতিজা খুন

নিহত মোকারিম মিয়া । ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজাকে চুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকারিম মিয়া (১৬) চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্ৰামের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। 

নিহত মোকারিমের আপন চাচা মোঃ হারুন মিয়া জানান, সোমবার বিকালে মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে একটু তর্ক-বিতর্ক হয়। সেই তর্কের জেরে সন্ধ্যার পরে তারা সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে বাবুল মিয়া ও তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন মোকারিমকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হারুন মিয়া। 

চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন মারা গেছে। খবর পেয়ে তাদের বাড়িতে এসেছি। এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে রাতেই অভিযান পরিচালনা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ 

আরও পড়ুন