শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৮, ২২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৩২, ২২ এপ্রিল ২০২৫
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ১০ জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন । ছবি: ঢাকা এক্সপ্রেস
দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাট্য র্যালির। সেখানে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন), সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক, অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিবেদিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অটিজম পরিবার, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় হুইল চেয়ার বিতরণ। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ১০ জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
হুইল চেয়ার প্রাপ্ত ৬৬ বছর বয়সী ইসমাইল হোসেন বলেন, “জেলা প্রশাসক মহোদয় শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন মানবিক মানুষ। তার এই সহানুভূতিশীল আচরণ আমাদের জীবনে আশার আলো হয়ে এসেছে। তাঁকে নিয়ে আমার মনে অনেক আবেগ, অনেক কৃতজ্ঞতা।”
অন্যদিকে নারায়ণগঞ্জ সদর নিবাসী ৪৮ বছর বয়সী মো: শাহজাহান বলেন, “এই হুইল চেয়ারটি আমার চলাফেরার জন্য নতুন একটি দিগন্ত খুলে দিল। তিনি আমাদের চোখে একজন প্রকৃত মানবদরদী মানুষ।”
এসময় জেলা প্রশাসক বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান তারা কেউ আমাদের বোঝা নয়; বরং তাদের অনেকের মাঝে রয়েছে অভাবনীয় প্রতিভা। আমরা যদি তাদের পাশে থাকি, তাদের বিকাশে সহায়তা করি—তবে তারাও সমাজ ও দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।”
তিনি আরও বলেন, “অটিজম সম্পর্কে আমাদের সমাজে আরও বেশি সচেতনতা গড়ে তুলতে হবে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অটিজম ব্যক্তিদের পাশে দাঁড়ানো উচিত।”
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, প্রতি বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর সে সময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় ২২ এপ্রিল ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়।