শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৭:৩৯, ২২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৪২, ২২ এপ্রিল ২০২৫
মামাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মাজহারুল ইসলাম । ছবি: ঢাকা এক্সপ্রেস
মাজহারুল কেন্দুয়া উপজেলার নওপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। নিহত কাঞ্চন মিয়া একই এলাকার পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। গত ৪ ফেব্রুয়ারী মাজহারুলের বাড়িতে লাঠির আঘাতে মৃত্যূ হয় তার।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাজহারুল ইসলাম কয়েক বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে তার স্ত্রী ও মায়ের মাঝে বনিবনা হচ্ছিল না। মাজহারুল প্রায়শঃ তার স্ত্রীর পক্ষ নিয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করতেন। গত ৪ ফেব্রুয়ারী বউ-শাশুড়ির মাঝে ঝগড়া বাঁধে। এ সময় বউয়ের পক্ষ নিয়ে মাজহারুল তার মাকে মারধোর করেন। অতিষ্ট হয়ে মাজেদা খাতুন নিজ পিত্রালয়ে গিয়ে ভাই কাঞ্চন মিয়াকে বিষয়টি জানান। মাজেদাকে সাথে নিয়ে কাঞ্চন মিয়া নওয়াপাড়া এসে ভাগ্নে মাজহারুলকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাজহারুল তার মামার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।
একই দিন সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এদিকে খবর পেয়ে আত্নগোপনে চলে যান মাজহারুল।
ঢাকা এক্সপ্রেস/ এসএ