শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪০, ২২ এপ্রিল ২০২৫
প্রতীকী ছবি
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস এর উপস্থিততে দোকানের তালা ভেঙে ভিতর থেকে মোস্তাফাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা দীর্ঘদিন ধরে হাজীপুর বাজারে লেপ-তোষকের ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি নিজের দোকানেই ঘুমান। তবে মঙ্গল বার সকালে দোকান না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়। দোকানের সার্টারের দেওয়া মোবাইল নাম্বারে স্থানীয়রা একাধিক বার ফোন দিয়েও ফোনে রিং হলেও না ধরায় সন্দেহ হয়।
পরবর্তীতে তারা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে দোকানের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং মোস্তফার লাশ উদ্ধার করে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়েছে।
ঢাকাএক্সপ্রেস/ এসএ