ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

কিশোরীকে সংঘবদ্ধ-ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ২০:৪৭, ২৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:৫০, ২৩ এপ্রিল ২০২৫

কিশোরীকে সংঘবদ্ধ-ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

গ্রেফতারকৃতদের থানায় হাজির করা হয় । ছবি: ঢাকা এক্সপ্রেস

নেত্রকোণার মোহনগঞ্জে এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার নিজগাবি গ্রামের শাহজাহান মেম্বারের ছেলে আজিজুল ইসলাম (১৮), দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ রফিক (২৪) ও জামাল উদ্দিনের ছেলে সাকিব মিয়া (২৬)।

বুধবার (২৩ এপ্রিল) নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সকলেই রাজমিস্ত্রীর কাজ করতেন। অপরদিকে ভূক্তভোগী কিশোরী (১৭) মোহনগঞ্জ উপজেলা সদর এলাকার একটি গ্রামের বাসিন্দা। তিনি কিছুদিন মাদরাসায় পড়াশোনা করেছেন। 

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারসূত্রে জানা যায়, ৩-৪ মাস আগে ইমোতে কথাবার্তার সূত্র ধরে রাজমিস্ত্রী আজিজুলের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, নিয়মিত যোগাযোগ হতে থাকে। গত ১৬ এপ্রিল রাত ৮টার দিকে আজিজুল ওই কিশোরীকে বিয়ে করার কথা বলে মোহনগঞ্জ শহরের আলোকদিয়া সেতুর ওপর ডেকে নেয়। পরে সেখান থেকে আজিজুল ও সহযোগী রফিক মিলে মোটরসাইকেলে করে ওই কিশোরীকে ধর্মপাশা উপজেলার নিজগাবী গ্রামের সামনের হাওরে নিয়ে যায়। একপর্যায়ে তাদের সাথে সাকিব যোগ দেয় এবং সবাই মিলে কিশোরীকে ধর্ষণ ও এই দৃশ্যের ভিডিও ধারণ করে। পরদিন ভোরে কিশোরীটিকে তার নিজ বাড়ির সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা। জানাজানির পর থানায় মামলা হলে অভিযান চালায় পুলিশ।

মামলার বাদী ভূক্তভোগী কিশোরীর বড় ভাই বলেন, এটি একটি জঘন্য ঘটনা। দোষীদের দৃষ্টান্তমূলক সাজা চাই।

ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, অভিযোগের পর দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছি। তিনি জানান, শুধুমাত্র আজিজুলের মোবাইল নাম্বার আমাদের হাতে ছিল। প্রথমে আজিজুলকে গ্রেফতার করি। তারপর কৌশলে তাকে দিয়েই মোবাইলে কল করিয়ে অন্য দু’জনকে নির্দিষ্ট জায়গায় ডেকে এনে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য ভিডিও করার কথা স্বীকার করেছে।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন