ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ কর্মী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬, ২৫ এপ্রিল ২০২৫

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ কর্মী নিহত

নিহত রিমন মৃধা । ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমন মৃধা (২৫) নামে এক বিদ্যুৎ কর্মী নিহত হয়েছেন। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায় লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হন।

বৃহষ্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। 

নিহত রিমন গাইবান্ধা সদর থানার তুলসিঘাট এলাকার হাসান মৃধার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন গোপালদী জোনাল অফিসের কালাপাহাড়িয়া উপকেন্দ্রের লাইনম্যান হিসেবে কাজ করতেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও গোপালদী জোনাল অফিস সূত্রে জানা গেছে, রিমন উলুকান্দি এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম সারোয়ার জাহান এ বিষয়ে জানান, একটি বিচ্ছিন্ন লাইন সংযোগ দেয়ার সময় অসাবধনাবসত এই ঘটনা ঘটে।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ 

আরও পড়ুন