শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৯, ২৫ অক্টোবর ২০২৪
কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার নুর আকতার সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩২) ও মেয়ে জারিয়া আকতার (৬)।
এলাকাবাসীর বরাতে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, দুপুরে বাড়ির কর্তা নুর আকতার স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। তিনি নামাজ শেষে বাড়ি ফিরে কারও সাড়া শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান। এসময় রান্নাঘরের মেঝেতে স্ত্রী-মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।