শিরোনাম
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৯:০১, ৩ অক্টোবর ২০২৪
ভোলায় বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার বাপ্তা পাইলট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। জেলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা।
ভোলা নৌ কন্টিনজেন্ট লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলটসংলগ্ন মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালায়। গ্রেপ্তারদের কাছ থেকে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৮৭ বোতল ফেনসিডিল, ১৭টি ইয়াবা, একটি রামদা, ৬টি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।
নৌবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে জানান মুফতাদি উল ইসলাম। তিনি বলেন, গতকাল রাতেই আটকদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ওই থানায় একটি মামলা করা হয়েছে।