ঢাকা, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

২১ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
Scroll
দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর
Scroll
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় ১১২ জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
Scroll
ইউনূস-মোদীর বৈঠক: শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
Scroll
বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
Scroll
ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার একদিন পরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন
Scroll
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন

লক্ষ্মীপুরে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ জনতার হাতে যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪:২৬, ২৯ অক্টোবর ২০২৪

লক্ষ্মীপুরে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ জনতার হাতে যুবক আটক

লক্ষ্মীপুরে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ সোহেল হোসেন নামের এক যুবককে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে এসব অস্ত্রসহ তাঁকে আটক করে স্থানীয়রা। আটক সোহেল হোসেন একই এলাকার মো. হারুনুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১টার দিকে পূর্ব বিরোধের জেরে স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন, আলমগীর হোসেন ও সোহেল হোসেন অটোরিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেক হোসেনকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেন। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া দিলে আরিফ হোসেন ও আলমগীর হোসেন অস্ত্র ফেলে পালিয়ে গেলেও সোহেল হোসেন ধরা পড়েন। তাঁর কাছ থেকে একটি রিভলভার ও নাইন এমএম পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) জব্দ করা হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা-পুলিশ ঘটনাস্থল পৌঁছে অস্ত্রধারী যুবক সোহেল হোসেনকে আটক করে। এ সময় তাঁর কাছে থাকা  অস্ত্রগুলো জব্দ করে তাদের হেফাজতে নেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার কিংবা কীভাবে এখানে নিয়ে এসেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটক সোহেল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। এছাড়া পালিয়ে যাওয়া দুইজনকে গ্রেপ্তারের অভিযান চলছে।

আরও পড়ুন