শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১২:২৮, ৩১ অক্টোবর ২০২৪
খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
সংগঠনের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার খাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ি এলাকায় গুলিতে সিজন চাকমা, জয়েন চাকমা ও শাসন ত্রিপুরা নামে ইউপিডিএফের তিন কর্মী নিহত হন। এরই প্রতিবাদে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয় ইউপিডিএফ।
সরেজমিনে দেখা গেছে, দূরপাল্লার যান চলাচল ব্ন্ধ থাকলেও শহরের ভেতরে ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করছে। তবে নয় উপজেলার সঙ্গে যাত্রীবাহী যানবাহন চলাচল স্বাভাবিক দিনের চাইতে ‘তুলনামূলক কম’।
অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের রামগড় অংশে টায়ার জ্বালিয়েছে পিকেটাররা।
এছাড়া দীঘিনালা-বাবুছড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, ‘সড়ক অবরোধ চলাকালে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।