শিরোনাম
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৫, ৪ অক্টোবর ২০২৪
চট্টগ্রামের মিরসরাই উপজেলার রূপসী ঝরনায় গোসল করতে নেমে পানিতে ডুবে মুশফিকুর রহমান আদনান (২১) ও মাহবুবর রহমান মুত্তাকিন (২২) দুই ছাত্র মারা গেছেন।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ।
শফিকুর রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র এবং মাহবুবুর নারায়ণগঞ্জের একটি সরকারি কলেজের ছাত্র।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, নারায়ণগঞ্জ থেকে ১৪ জন মিরসরাইয়ের রূপসী ঝরনায় বেড়াতে আসেন। শুক্রবার সকালে নিহত দুজন ঝরনায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। সকাল ৯টার দিকে দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে। দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।