ঢাকা, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

২১ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
Scroll
দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর
Scroll
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় ১১২ জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
Scroll
ইউনূস-মোদীর বৈঠক: শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
Scroll
বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
Scroll
ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার একদিন পরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন
Scroll
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন

খুলনায় জাতীয় পার্টি অফিসে হামলা-ভাঙচুর

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২১:০৫, ২ নভেম্বর ২০২৪

খুলনায় জাতীয় পার্টি অফিসে হামলা-ভাঙচুর

খুলনায় জাতীয় পার্টির কার্যালের চেয়ারে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত ছবি

খুলনা নগরীর ডাকবাংলো এলাকায় শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। এছাড়া তারা পার্টি অফিস থেকে প্লাস্টিকের কয়েকটি চেয়ার ও কিছু ব্যানার-প্লাকার্ড বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে। ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সব দোকান বন্ধ হয়ে যায়। 

স্থানীয়রা বলেন, সন্ধ্যা ৬টার দিকে ৫০-৬০ জন যুবক মিছিল সহকারে ডাকবাংলা মোড়ে আসে। এসময় ওই মিছিলে ছাত্র-জনতাকে বেশ উত্তেজিত দেখা যায়। তারা ডাকবাংলা মোড় পার হয়ে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে। পরবর্তীতে কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এরপর ভাঙচুর করা মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করা হয়। পরে তারা জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, উত্তেজিত জনতা জাতীয় দালাল ও ফ্যাসিস্টের প্রধান সহযোগী জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বলে খবর পেয়েছি। তবে এগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।

জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু জানান, মাগরিবের নামাজের সময় পার্টি অফিসে কেউ ছিলেন না। তখন ৫০-৬০ জনের একদল যুবক তাদের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা পার্টি কার্যালয়ে ঢুকে সাইনবোর্ড, চেয়ার-টেবিল, ফ্যান, টিভি ভাঙচুর করেন। তারা কয়েকটি ফাইল ও কাগজপত্র নিয়ে যায়। এছাড়া তারা কয়েকটি চেয়ার, ব্যানার-প্লাকার্ড নিয়ে পার্টি অফিসের সামনের রাস্তায় আগুনে পুড়িয়ে দেয়।

তিনি জানান, এ ঘটনায় তারা মামলা করবেন। এছাড়া রোববার সন্ধ্যায় পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুল গিয়াস বলেন, ৫০-৬০ জন যুবক মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসে ঢুকে কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। হামলাকারীদের পরিচয় জানা যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। ওই এলাকায় এখন পুলিশ মোতায়েন রয়েছে। প্রয়োজন হলে রোববারও পুলিশ মোতায়েন থাকবে। জাতীয় পার্টির নেতারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

আরও পড়ুন