শিরোনাম
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৫, ৪ নভেম্বর ২০২৪
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে চাপা পড়ে আবু বক্কর ও কামাল নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আবু বক্কর কুয়াকাটা পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ও কামাল হোসেন একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এ সময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের দেয়াল তাদের গায়ে ভেঙে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মহিপুর থানার ওসি (তদন্ত) মো. নোমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।