শিরোনাম
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৯, ৪ নভেম্বর ২০২৪
খুলনা নগরীর দৌলতপুরে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি সাবেক শ্রম ও কর্মসংস্থামন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মুন্নজান সুফিয়ানের ভাগ্নে। তার বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নগরীর দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রূপম আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।
যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত খুলনা মহানগরীর দৌলতপুরের আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় রূপম আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তবে এ বিষয়ে যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি।
দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, নিহত রূপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে ১টি ও মারামারির ঘটনায় ২টি মামলা রয়েছে। এছাড়াও দিঘলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।