শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৬:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
চিকিৎসক ও আইনজীবীদের আদায়কৃত অর্থের (ফি বা ভিজিট) হিসাব সংরক্ষণ করতে চায় সরকার। আজ সোমবার (১৭ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে এমন ইঙ্গিত দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এসময় সালেহউদ্দিন বলেন, চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে যে টাকা আদায় করেন, তার কোনো রসিদ দেওয়া হয় না। তাঁদের আদায়কৃত অর্থ কীভাবে সংরক্ষণ করা যায়, তা নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে আলোচনা হয়েছে।
চিকিৎসকদের কাছ থেকে পাকা রসিদ আদায়ের কথা বলেছেন উপদেষ্টা। এ জন্য তাঁদের লেনদেন ডিজিটাল করা যায় কি না সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে আদায়কৃত অর্থের যেমন রিসিট দেন না, আইনজীবীরাও মক্কেলদের এমন কিছু দেন না। এ প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, আইনজীবীদের বিষয়টিও আলোচনায় এসেছে।’
চিকিৎসক ও আইনজীবী যাঁরা নগদ অর্থের বিনিময় সেবা দিয়ে থাকেন, তাঁদের কাছ থেকে কীভাবে কর আদায় করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।