ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঈদের পর নিবন্ধন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:১১, ৯ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:৩৯, ৯ মার্চ ২০২৫

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঈদের পর নিবন্ধন 

জাতীয় নির্বাচনেও তিন শ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি

আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণপরিষদ নির্বাচন দাবির পাশাপাশি তাই জাতীয় নির্বাচনেও তিন শ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। 

দলের নেতারা জানিয়েছেন, দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। নিবন্ধন নিশ্চিত করতে এখন ইসির শর্তপূরণের কাজ চলছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি গঠন করা হচ্ছে যুব উইং। এরপর ধারাবাহিকভাবে গঠন হবে স্বেচ্ছাসেবকসহ নানা পেশাজীবী সহযোগী সংগঠন।

দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এনসিপির। তবে নতুন ঘোষিত এই দলটির এরই মধ্যে গঠন করা হয়েছে ২৪০ সদস্যের আহ্বায়ক কমিটি। 

দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, এই কমিটির মেয়াদ এক বছর। এরপর হবে জাতীয় কাউন্সিল। পাশাপাশি দ্রুততম সময়ে চূড়ান্ত হচ্ছে গঠনতন্ত্র। কমিটির পরিসর নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকছে সেই গঠনতন্ত্রে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ‘ঈদের পর দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে।’

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘তরুণদের নেতৃত্বে গঠিত দলটির ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধিই আমাদের অন্যতম লক্ষ্য।’

দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘আমাদের চিন্তা আছে, আমরা তিন শ আসনে প্রার্থী দেব। কারও সঙ্গে জোটের ব্যাপারে এই মুহূর্তে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। আমাদের সংগঠনটা গুছিয়ে বিস্তার করতে চাই।’  

জানা গেছে, জাতীয় নাগরিক কমিটির থানা পর্যায়ে সাড়ে চার শ কমিটিও শিগগিরই যুক্ত হচ্ছে মূল দলের সঙ্গে। সেই সঙ্গে থাকছে যুব, কৃষক ও স্বেচ্ছাসেবক সংগঠনও।

যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, ‘যুবক সম্প্রদায়কে বর্তমান দলগুলো কেন রাজনীতিমুখী করতে ব্যর্থ হয়েছে, এমন মতামত আমরা যুবকদের মুখ থেকেই শুনতে চাই।’ 

ভোটের রাজনীতিতে মধ্যপন্থার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনমানুষের কাছে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে এনসিপি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন