শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪৮, ২০ মার্চ ২০২৫ | আপডেট: ২০:০৭, ২০ মার্চ ২০২৫
বৃহস্পতিবার (২০ মার্চ) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
ভারতে পলাতক স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনার কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল। মা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশ প্রতাপের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পুতুলের দুর্নীতির তথ্যও সামনে আসে।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার জন্য অনিয়ম করেছিলেন। এর প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।