ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
বিচার বানচালে পতিত সরকারের অর্থ ব্যয়ের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর
Scroll
ট্রাম্পের প্রশাসনে থাকছে না মাস্কের চাকরি
Scroll
মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা হুতির
Scroll
ব্লুমবার্গের বিশ্লেষণ: ট্রাম্পের শুল্ক গণনা পদ্ধতিই ‘অন্যায্য’, বাংলাদেশসহ গরিব দেশগুলোর জন্য বিপর্যয়কর
Scroll
ট্রাম্পের শুল্কনীতি আরোপে বাণিজ্য যুদ্ধের শঙ্কা, বিশ্বনেতাদের তীব্র প্রতিক্রিয়া
Scroll
দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা
Scroll
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
Scroll
সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
Scroll
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০০৩, ত্রাণ সরবরাহে যুদ্ধবিরতি ঘোষণা জান্তার
Scroll
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:১৯, ২৬ মার্চ ২০২৫ | আপডেট: ১০:২৪, ২৬ মার্চ ২০২৫

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামের নৃশংস অভিযানে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ চালায়। রক্তে রঞ্জিত হয় রাজপথ। ২৫ মার্চ রাতে গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। তাঁকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাঁর পক্ষে মেজর জিয়াউর রহমান (পরে রাষ্ট্রপতি) স্বাধীনতার ঘোষণা দেন। 

নৃশংস গণহত্যা আর নিপীড়নের মুখে স্বাধীনতার দাবিতে এক কাতারে দাঁড়ায় বাঙালিরা। মুক্তির স্বপ্নে হাতে অস্ত্র তুলে নেয় মুক্তিকামী জনতা। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আসে কাঙ্ক্ষিত বিজয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে গণতন্ত্র শক্তিশালী করা, পরমতসহিষ্ণুতা ও মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের সব স্তরে সাম্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আত্মদানকারী তরুণদের স্মরণ করে তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের পবিত্র দায়িত্ব।  

প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে দেশ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, গত ১৬ বছর দেশের মানুষ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত ছিল। স্বৈরাচারী শাসক জনগণের স্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। তবে ছাত্র-শ্রমিক-জনতার সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরশাসনের রাহুগ্রাস থেকে মুক্তি পেয়েছে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনতার পূর্ণ সুফল জনগণের কাছে পৌঁছাতে এবং দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে কাজ করছে।  

দিবসটি উদযাপনে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।  

আজ সরকারি ছুটির দিন। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনগুলো আলোকসজ্জায় সাজানো হবে।   

স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করবে। এ উপলক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়াগুলো মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে। রাষ্ট্রীয় আয়োজন ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন