শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯, ২৬ মার্চ ২০২৫ | আপডেট: ১০:২৪, ২৬ মার্চ ২০২৫
নৃশংস গণহত্যা আর নিপীড়নের মুখে স্বাধীনতার দাবিতে এক কাতারে দাঁড়ায় বাঙালিরা। মুক্তির স্বপ্নে হাতে অস্ত্র তুলে নেয় মুক্তিকামী জনতা। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আসে কাঙ্ক্ষিত বিজয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে গণতন্ত্র শক্তিশালী করা, পরমতসহিষ্ণুতা ও মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের সব স্তরে সাম্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আত্মদানকারী তরুণদের স্মরণ করে তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের পবিত্র দায়িত্ব।
প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে দেশ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, গত ১৬ বছর দেশের মানুষ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত ছিল। স্বৈরাচারী শাসক জনগণের স্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। তবে ছাত্র-শ্রমিক-জনতার সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরশাসনের রাহুগ্রাস থেকে মুক্তি পেয়েছে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনতার পূর্ণ সুফল জনগণের কাছে পৌঁছাতে এবং দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে কাজ করছে।
দিবসটি উদযাপনে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।
আজ সরকারি ছুটির দিন। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনগুলো আলোকসজ্জায় সাজানো হবে।
স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করবে। এ উপলক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়াগুলো মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে। রাষ্ট্রীয় আয়োজন ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করবে।