ঢাকা, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

২১ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
Scroll
দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর
Scroll
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় ১১২ জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
Scroll
ইউনূস-মোদীর বৈঠক: শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
Scroll
বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
Scroll
ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার একদিন পরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন
Scroll
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন

ঈদ-পরবর্তী বাজার: বিক্রি কম, দামও তুলনামূলক কম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:২১, ৪ এপ্রিল ২০২৫

ঈদ-পরবর্তী বাজার: বিক্রি কম, দামও তুলনামূলক কম

ঈদের পঞ্চম দিন আজ শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর কাঁচাবাজারগুলোতে বেশির ভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে; পণ্যের সরবরাহও ছিল কম। 

শুক্রবার রাজধানীর কল্যাণপুর, শেওড়াপাড়া, কারওয়ানবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক সময়ের ৪ ভাগের এক ভাগ ক্রেতা আছে এখন। এমন ঢিলেঢালা বাজারে কমেছে মুরগির দাম। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমেছে, সোনালী মুরগির দাম কমেছে কেজিতে ৩০ টাকা, আর গরুর মাংসের দাম কেজিতে ২০-৩০ টাকা কমেছে। 

তবে মাছের দাম কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা বলেন, এখনও ছুটি শেষ হয়নি, ঈদের বন্ধ থাকায় এখনও অনেক মানুষ ঢাকায় ফেরেনি। আগামী রোববার থেকে বাজার স্বাভাবিক হবে। 

ঈদের আগের দিন রাজধানীতে ব্রয়লার মুরগির দাম ছিল ২২০-২৩০ টাকা কেজি, আর সোনালী মুরগির দাম ছিল ৩৩০-৩৫০ টাকা কেজি। বৃহস্পতিবার কল্যাণপুর ও কারওয়ানবাজারে ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা ও সোনালি মুরগী ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

কারওয়ান বাজারের কাঁচাবাজারে প্রায় ২০টি দোকানে গরু ও খাসির মাংস বিক্রি হয়। শুক্রবার দেখা গেলে মাত্র তিনটি দোকানে মাংস বিক্রি হচ্ছে। কারওয়ানবাজারের মাছের বাজারে দেখা যায়, অধিকাংশ বিক্রেতাই অলস সময় পার করছেন। এখানকার চার ভাগের এক ভাগ দোকানই বন্ধ।

কারওয়ানবাজারের মাছ বিক্রেতা মোহম্মদ কামাল বলেন, ‘মাঝারি আকারের রুই মাছের কেজি ৩৫০ টাকা, ছোট পাবদা মাছ ৩৫০-৪০০ টাকা কেজি। মাঝারি আকাড়ের চিংড়ি ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।’

তবে সবজির দাম কমেছে। ঢ্যাঁড়শ, পটল ও করলার দাম কেজিতে ৩০-৩৫ টাকা করে কমেছে। কল্যাণপুরের বিক্রেতা ওবায়দুল বলেন, ‘করলা প্রতি কেজি ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৩০ টাকা কেজি। ঈদের আগের তুলনায় কেজিপ্রতি ২০ টাকা কমেছে।’

তবে টমেটের দাম এখনও বাড়তি আছে। প্রতি কেজি টমেটো ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম কেজিতে ২০ টাকা কমে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগের দিন শসার চাহিদা বেশি থাকায় দাম হয়েছিল ৭০-১০০ টাকা কেজি; তবে এখন বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। 

মাঝারি আকারের লেবুর দাম প্রতি হালিতে (চারটি) ২০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন