ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী বুধবার

টানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪১, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:১৩, ৬ এপ্রিল ২০২৫

টানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত  

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস। তবে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আরও কয়েকদিন পর। 

অফিস চলবে রোজার আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

গত ৩১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে গত ২৮ মার্চ থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।

ঈদের আগে সব সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস ছিল গত ২৭ মার্চ। ২৮ মার্চ থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। তবে সংবাদপত্র বা অন্যান্য বেসরকারি অফিসে ছুটি শুরু হয় ৩০ মার্চ থেকে। 

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য টানা ৯ দিনের ছুটি মেলে সরকারি চাকরিজীবীদের। 

এ বছর ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ । আগে এ ছুটি ছিল ৩ দিন। এরপর ছুটির বিষয়ে ২১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন ছিল সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল। এদিকে ২৮ মার্চ শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। অন্যদিকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা এবার টানা ৯ দিন ছুটি ভোগ করেছেন। কারণ, ৩ এপ্রিলের পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় এ দুই দিনও ছিল সাপ্তাহিক বন্ধ। সে ক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

ঈদের লম্বা ছুটি কাটিয়ে আজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে সারা দেশের বাস, রেল ও লঞ্চঘাটে রাজধানীমুখী মানুষের ভিড় দেখা যায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন