ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

কাল থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩৫, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:২০, ৬ এপ্রিল ২০২৫

কাল থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে রাজধানীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। সোমবার (৭ এপ্রিল) থেকে শুরু হয়ে এটি চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। চার দিনব্যাপী এই আয়োজনটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে।

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ শীর্ষক এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আয়োজকেরা বলছেন, সামিটের মূল লক্ষ্য দেশের বিনিয়োগ পরিবেশের ইতিবাচক দিক তুলে ধরা, রাজনৈতিক পটপরিবর্তনের পর গৃহীত অর্থনৈতিক সংস্কারের চিত্র উপস্থাপন এবং দেশ-বিদেশের দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপন।

রোববার (৬ এপ্রিল) সম্মেলন ঘিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদল এবং শিল্পাঞ্চলে সংঘাতের পর বিনিয়োগ পরিবেশ নিয়ে দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা তৈরি হয়। এমন প্রেক্ষাপটে সরকার বিদেশি বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে ও অর্থনীতির গতি জোরদার করতে এই সম্মেলনের আয়োজন করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন