শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৫, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:২০, ৬ এপ্রিল ২০২৫
‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ শীর্ষক এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আয়োজকেরা বলছেন, সামিটের মূল লক্ষ্য দেশের বিনিয়োগ পরিবেশের ইতিবাচক দিক তুলে ধরা, রাজনৈতিক পটপরিবর্তনের পর গৃহীত অর্থনৈতিক সংস্কারের চিত্র উপস্থাপন এবং দেশ-বিদেশের দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপন।
রোববার (৬ এপ্রিল) সম্মেলন ঘিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদল এবং শিল্পাঞ্চলে সংঘাতের পর বিনিয়োগ পরিবেশ নিয়ে দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা তৈরি হয়। এমন প্রেক্ষাপটে সরকার বিদেশি বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে ও অর্থনীতির গতি জোরদার করতে এই সম্মেলনের আয়োজন করেছে।