শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৮, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:১৯, ৬ এপ্রিল ২০২৫
রোববার (৬ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি জানান, অংশগ্রহণের ব্যাপক আগ্রহ থাকলেও অনেককেই স্থান দেওয়া সম্ভব হয়নি। বিদেশি প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সম্মেলনের মূল পর্বে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সরাসরি তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরবেন। স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যে বক্তব্য রাখবেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
বিনিয়োগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মেলনে পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। পুরস্কৃত হবেন একজন স্থানীয় ও একজন বিদেশি বিনিয়োগকারী, একটি প্রতিষ্ঠান পাবে ইএসজি (পরিবেশ, সামাজিক ও সুশাসন) ভিত্তিক স্বীকৃতি, আরেকটি প্রতিষ্ঠান পাবে উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কার। পাশাপাশি, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিনিয়োগে যুক্ত থাকা একজন বিদেশি নাগরিককে সম্মানিত নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
চৌধুরী আশিক মাহমুদ আরও জানান, সম্মেলনে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বিনিয়োগ প্রতিশ্রুতি ঘোষণার সম্ভাবনা রয়েছে। শ্রম খাতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে বেসামরিক মহাকাশ অনুসন্ধানসংক্রান্ত একটি চুক্তি সই হতে পারে। তবে চুক্তিগুলো স্বাক্ষরের পরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।