ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

তারেক রহমানের বাসায় জামায়াত নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৬, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:১৭, ১৬ এপ্রিল ২০২৫

তারেক রহমানের বাসায় জামায়াত নেতারা

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। 

লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারির স্ট্যাটাসের সূত্র ধ‌রে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিষয়‌টি ভাইরাল হয়।

জামায়াতের বিভিন্ন সূত্র জানিয়েছে, শ‌নিবার (১৩ এপ্রিল) বিকালে তারেক রহমানের কিংস্টনের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ‌্য জামায়াতের দায়িত্বশীল এক নেতা নাম না প্রকাশের শর্তে জানান, বিএন‌পির দায়িত্বশীল কেউ যেহেতু এখন পর্যন্ত বিষয়‌টি নিয়ে বক্তব্য দিচ্ছেন না, তাই জামায়াতও এ নিয়ে কৌশলগত কারণে কথা বলতে চায় না। জামায়াত বিষয়‌টি আগ বাড়িয়ে মিডিয়ায় বলেছে- সেই দায় নিতে চায় না দলটির এই নেতা।

যুক্তরাজ‌্য বিএন‌পি সভাপতি এম এ মালেক বলেন, এ ব্যাপারে তার কিছু জানা নেই। বিষয়টি নিয়ে মারুফ কামাল খান মঙ্গলবার রাতে এ প্রতিবেদককে বলেন, স্ট্যাটাসেই সব বলা আছে। সেটাই উদ্ধৃত করতে পারেন। বৈঠকের বিষয়ে জানতে চেয়ে মঙ্গলবার মধ্যরাতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি। 

লন্ডনের স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত বৈঠকটি সম্পর্কে বিএনপির একটি সূত্র জানায়, সম্ভাব্য আগামী নির্বাচন ও আসন কেন্দ্রিক চিন্তাভাবনা থেকেই বেগম জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের শীর্ষ নেতারা। এর আগে গত বছর লন্ডনে গেলেও তারেক রহমানের সঙ্গে কোনও সাক্ষাৎ হয়নি জামায়াত আমিরের।

আরও পড়ুন